ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুড়ি উল্লাসে মাতোয়ারা পুরান ঢাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
ঘুড়ি উল্লাসে মাতোয়ারা পুরান ঢাকা ঘুড়ি উৎসবে মাতোয়ারা পুরান ঢাকার কিশোর তরুণরা;ছবি-দিপু মালাকার

ঢাকা: পুরান ঢাকার বিভিন্ন বাসার ছাদ থেকে গানের আওয়াজ আসছে ‘পাগলা হাওয়ার তালে…বন্ধু এসেছে বহুদিন পরে’। এলাকাটির আরেকটু ভেতরে ঢুকতেই দেখা গেলো শুধু বাংলা এই গানটিই নয়, প্রায় বাড়িতেই বাজছে বাংলার পাশাপাশি হিন্দি গানও।

আর এই গানের তালে তালে পুরানো ঢাকার শাঁখারী বাজার, রায়সাহেব বাজার, বংশাল, সূত্রাপুর, বাংলাবাজার, ফরাশগঞ্জ ও সদরঘাট এলাকার প্রতিটি ছাদে শিশু-কিশোর তরুণ-তরুণী,নারী-পুরুষ সবাই ঘুড়ি ওড়ানোর মহা উৎসবে মেতে উঠেছেন।  

নাটাই হাতে ঘুড়ি উড়ানের আনন্দে ব্যস্ত তারা, ছবি: দীপু মালাকারসাদা-লাল ও হলুদসহ বিভিন্ন রংয়ের ঘুড়ি ওড়ানোর উৎসবে শিশু কিশোর প্রতিযোগীদের পাশে থেকে উৎসাহ দিচ্ছেন বাবা-মা আত্নীয় স্বজনরা।

তরুণ তরুণীদের পাশে থেকে উৎসাহ দিচ্ছে বন্ধু বান্ধবীরা। এ সময় বাবা-মা এবং বন্ধুবান্ধবদের ছাদে আড্ডা, খোশগল্প, হাসি-তামাশা, খাবার দাবার এবং সেলফিতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

ঘুড়ি উৎসবে তরুণদের সরব উপস্থিতি, ছবি: দীপু মালাকারবিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে প্রতিটি বাসার ছাদে গানের পাশাপাশি শুরু হয় আগুন নিয়ে বিভিন্ন খেলা ও  আতশবাজি ফোটানো । আতশবাজি ও ফায়ার শোতে বর্ণিল হয়ে উঠে পুরান ঢাকার আকাশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেলো পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের শুরুর এই দিন সকাল থেকেই কিশোর-কিশোরীরা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় নামে। যা পুরান ঢাকার জন্য একটি ঐতিহ্যবাহী দিন।

ঘুড়ি ওড়‍ানোর সময় প্রতিযোগীদের হঠাৎ ‘কাট্টা’ ‘লোট’ শব্দ করতে দেখা গেছে। প্রতিযোগী শুভ পোদ্দারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এক জন প্রতিযোগী আরেক প্রতিযোগীর ঘুড়ির সুতা কাটার সঙ্গে সঙ্গে মজা হিসেবে শব্দগুলো করেন।

ঘুড়ি উৎসবে তরুণীদের ফানুস উড়ানো, ছবি: দীপু মালাকারলক্ষ্মীবাজারের স্থানীয় বাসিন্দা বিপুল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, পৌষ সংক্রান্তি ও মাঘ মাসের শুরুর দিনটিকে উথযাপন করতে ঘুড়ি উৎসবের পাশাপাশি ঘরে ঘরে পিঠা-পুলির আয়োজন করা হয়।

পুরান ঢাকার বাসিন্দা সুব্রত মণ্ডল বাংলানিউজকে বলেন, দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকেন। আর মুসলিম ধর্মাবলম্বীরা দিনটিতে সকালে পিঠা, মোয়াসহ নানা ধরনের খাবার বিলি করেন প্রতিবেশীদের মাঝে।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।