ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটির বিশিষ্ট ক্রীড়াবিদ রূপায়ন বড়ুয়া সুনীক আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
রাঙামাটির বিশিষ্ট ক্রীড়াবিদ রূপায়ন বড়ুয়া সুনীক আর নেই

রাঙামাটি: রাঙামাটি জেলার সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়াবিদ রূপায়ন বড়ুয়া সুনীক মারা গেছেন। এক বছর ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত রোগে ভুগছিলেন। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

এ ক্রীড়াবিদ জেলা ফুটবল দল ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য। এছাড়া তিনি রাইজি স্টার ক্লাব ও রাঙামাটি পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে রাঙামাটি জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, রাঙামাটি জেলা পরিষদসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।