ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
রৌমারীতে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমির হোসেন (৪০), মনির হোসেন (৫৫) ও আনিছুর রহমান (১৬)।

আটক ব্যক্তিরা হলেন- বড়াইকান্দি এলাকার মজিবর রহমানের ছেলে ফজলুল হক, মিনহাজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৫৫)।

রৌমারী থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বড়াইকান্দি এলাকার নবীর হোসেনের ছেলে আমির হোসেন (৪০) তিন শতক সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। ওই জমিটি একই এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৫৫) লিজ নিয়ে দখল নিতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিন আহত হন।

এ ঘটনার পর  আহত আমির হোসেনের চাচা মোজাফ্ফর হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ করেন।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।