ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বাসেরধাক্কায় চকলেট বিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
কালিয়াকৈরে বাসেরধাক্কায় চকলেট বিক্রেতা নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাসের ধাক্কায় ফজলুল হক (৩২) নামে এক চকলেট বিক্রেতা নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার চকনারায়নপুর এলাকার হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চন্দ্রা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলুল। এসময় পেছন থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা ফজলুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা মরদেহ  গ্রামের বাড়িতে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।