ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‌সু‌বিধাভোগী হকাররা নগরভবন ঘেরাও করতে চায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
‌সু‌বিধাভোগী হকাররা নগরভবন ঘেরাও করতে চায়

ঢাকা: রাজধানী যানজটমুক্ত করতে এবং পথচারীদের চলাচল নি‌র্বিগ্ন করতে রাস্তা থেকে হকার সরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর্পোরেশন (ডিএস‌সি‌সি)। অ‌ফিস টাইমে রাস্তার ওপর কেউ দোকান বসাতে পারবে না বলে ঘোষণা দেন ডিএস‌সি‌সি’র মেয়র সাঈদ খোকন।

‌মেয়রের এ সিদ্ধান্ত বাস্তবায়নে রোববার (১৫ জানুয়া‌রি) ম‌তি‌ঝিল এলাকায় হকার উচ্ছেদ করা হয়।

পরে বিকেলে মেয়র আগের ঘোষণা স্মরণ করে দিয়ে বলেন, ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অ‌ভিযান চলবে।

কোনো নমনীয়তা দেখানো হবে না।

‌মেয়রের এ ঘোষণার পর বাংলাদেশ ক‌মিউ‌নিস্ট পা‌র্টি (সি‌পি‌বি) সম‌র্থিত হকার্স সংগঠন বাংলাদেশ হকার্স ইউ‌নিয়ন সোমবার (১৬ জানুয়া‌রি) সকাল ১০টায় নগরভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপ‌তি এমএ কাশেম বাংলা‌নিউজকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ এবং মেয়রের সিদ্ধান্ত মেনে নিয়ে‌ছি। আমাদের ১০টি সংগঠন এ সিদ্ধান্ত মেনে নিয়েছে। যারা বিরোধীতা করছে তারা আসলে লাইনম্যানধারী চাঁদাবাজ। মেয়রের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধ হয়ে যাবে বলেই তারা বিরোধীতা করছে। ’

এ‌দিকে, জাতীয় হকার্স ফেডারেশনের সভাপ‌তি মো. আ‌রিফ চৌধুরী বাংলা‌নিউজকে রাতে জানান, ‘যারা আন্দোলন করছে ওরা আসলে সু‌বিধাভোগী, সুযোগ সন্ধানী। এম‌নিতে ওদের কোনো দেখা নেই। এখন যে কোনো ব্যানারে আন্দোলনের ডাক দিলেই হকাররা পিছে পিছে দৌড়াচ্ছে যেন উচ্ছেদ না হয়। তবে আমাদের কোনো কর্মসূচি নেই। ’

তি‌নি আরও বলেন, যেভাবে ডিএস‌সি‌সি’র পক্ষ থেকে উচ্ছেদ করা হচ্ছে তার নিন্দা জানাতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) আমাদের সব সংগঠনের ডাকা হবে। আমরা চাই এভাবে ভাঙচুর না করে শা‌ন্তিপূর্ণভাবে সমাধান করা হোক।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।