ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নয়নের জন্য বড় প্রয়োজন আইনের শাসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
উন্নয়নের জন্য বড় প্রয়োজন আইনের শাসন উন্নয়নের জন্য বড় প্রয়োজন আইনের শাসন-আইনমন্ত্রী-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উন্নয়নের জন্য বড় প্রয়োজন আইনের শাসন। আর এটা প্রতিষ্ঠিত হয় আইনজীবীদের মাধ্যমে। এছাড়া তিনি বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে হিসেবে প্রতিষ্ঠিত হবে।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে মাথা পিছু আয় এখন ১ হাজার ৪৬৫ ইউএস ডলার পৌঁছেছে।

বাংলাদেশ এখন উন্নয়নের রেল গাড়িতে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেক শেখ মোহাম্মদ জহিরুল হক, একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিকাশ কুমার সাহা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নিগার, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, পিপি আব্দুস সালাম ও মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

এর আগে মন্ত্রী ২৫ কোটি টাকা ব্যয়ে দু’টি ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।