ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের চাপায় একই পরিবারের চারজন নিহত ও দু’জন আহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের আজাদ শেখ (৪০), তার স্ত্রী শিখা বেগম (৩৫) এবং তাদের মেয়ের দুই সন্তান রনি শেখ (৫) ও তামান্না আক্তার (৭)।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে ব্যাটারি চালিত একটি ভ্যান যাত্রী নিয়ে মোল্লাহাটের দিক থেকে ফকিরহাটের দিকে আসছিল। পথে ঢাকাগামী কমফোর্ট পরিবহনের একটি বাস উপজেলার মূলঘর চেয়ারম্যান বাড়ি এলাকায় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন মারা যান। এছাড়া আরও দুই যাত্রী গুরুতর আহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।