ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজ ৪ জেলের পরিবারকে আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
নিখোঁজ ৪ জেলের পরিবারকে আর্থিক সহায়তা

বরগুনা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চার জেলের পরিবারকে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছে বরগুনা জেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তালতলীর ভুক্তভোগী জেলে পরিবারের সঙ্গে দেখা করে নগদ ৪০ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান।

এর আগে ০৭ ডিসেম্বর তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ‘এফবি হাওলাদার’ নামে একটি মাছ ধরার ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

সাগরে নিম্নচাপের সৃষ্টি হলে শনিবার (০৯ ডিসেম্বর) ট্রলারটি ফিরে আসার সময় ডুবে যায়। এ ঘটনায় ট্রলার ও জেলেরা সবাই নিখোঁজ রয়েছেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) মো. সরোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

নিখোঁজ চার জেলের মরদেহ অনুসন্ধানে তালতলীর কোস্টগার্ড সদস্যদের বলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।