ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে নীলফামারীতে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে নীলফামারীতে র‌্যালি

নীলফামারী: জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালিসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় নীলফামারীতেও প্রথমবারের মতো দিবসটি পালিত হলো।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।

এতে অংশ নেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ রহীম, জেলা পরিষদের সচিব সামছুল আযম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম, কৃষি অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কেরামত আলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামানসহ ফায়ার সার্ভিস, বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

পরে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায় জেলার সকল শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।