ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মগবাজার ফ্লাইওভারে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
মগবাজার ফ্লাইওভারে বাসে আগুন হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় বলেন, বাসটি ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলো।

হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।  

প্রাথমিকভাবে বাসের নাম ও নাম্বার জানাতে পারেননি তিনি।

আগুনে বাসের ভেতরের সবকিছু পুড়ে যায়

আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে বাসের ভেতরের আসনসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে। রংচটেছে বাইরের দিকেও।  আগুনের ঘটনায় ফ্লাইওভারের উপর যান চলাচল বিঘ্নিত হয়ে জটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এজেডএস/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।