ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাভাবিক জীবনে ফিরতে সুজনকে ৫ লাখ টাকা দিলো র‌্যাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
স্বাভাবিক জীবনে ফিরতে সুজনকে ৫ লাখ টাকা দিলো র‌্যাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতা হিসেবে আত্মসমর্পণ করা জঙ্গি সালাউদ্দিন আহম্মেদ সুজনকে (৩৪) পাঁচ লাখ টাকার চেক দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব-১২ এর অধিনায়ক ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর এ চেক তুলে দেন।

এসময় তিনি জানান, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর স্বাভাবিক জীবনে ফিরে আসতে র‌্যাবের দেওয়া সুযোগ গ্রহণ করে সালাউদ্দিন আহম্মেদ সুজন আত্মসমর্পন করেন।

সুজন কুষ্টিয়ার খাজানগরের একটি চালকলে কর্মরত ছিলেন। একপর্যায়ে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দলের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। আত্মসমর্পণের পর তাকে বিচারের সম্মুখীন করা হয়। সম্প্রতি তিনি কুষ্টিয়া আদালত থেকে জামিনে বের হন। বুধবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী সুজনকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা হিসেবে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।

সুজন রাজশাহীর বাঘা থানার দাঁদপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।