ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে মারধর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে মারধর আহত মুক্তিযোদ্ধা হাসেম শিকদার। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হাসেম শিকদার (৬৮) নামে এক মুক্তিযোদ্ধাকে মারধর করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার সিংড়াই গ্রামের মল্লিক বাড়ির সামনে এ মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাগেরহাট মডেল থানা পুলিশ লুৎফর মল্লিক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

লুৎফর ওই গ্রামের বাসিন্দা। আহত মুক্তিযোদ্ধাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মুক্তিযোদ্ধার মেয়ে খাদিজা আক্তার শিমুল বাংলানিউজকে বলেন, সকালে আমার খালা হামিদা বেগমের একটি জায়গায় পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল। বাবা সেখানে যাচ্ছিলেন। যাওয়ার পথে খালার প্রতিপক্ষ লুৎফর মল্লিক, কুদ্দুস (৪০), রাজ্জাক (৫৫) তার উপর হামলা চালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী লুৎফর মল্লিককে আটক করা হয়েছে। আহত মুক্তিযোদ্ধাকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।