ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনার ভাঙ্গুড়াতে বিষপানে মা ও মেয়ের আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
পাবনার ভাঙ্গুড়াতে বিষপানে মা ও মেয়ের আত্মহত্যা

পাবনা: পাবনার ভাঙ্গুড়াতে পারিবারিক কলহের জের ধরে মা সাহেরা বেগম (৫০) ও মেয়ে সালমা খাতুন (২২) বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী সাহেরা বেগম ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী ও সালমা খাতুন মেয়ে।



এলাকাবাসী ও পুলিশ জানায়, দরিদ্র কৃষক আব্দুস সালাম কিছুদিন পূর্বে পাবনার সাথিয়া উপজেলার সিলংদহ গ্রামে জনৈক যুবকের সাথে ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে মেয়ে সালমার বিয়ে দেন। কিছুদিন পর সেখানে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ছেলেপক্ষ ৪০ হাজার টাকাও ফেরত দেয়। স্বামী পরিত্যক্তা মেয়ে সালমার দীর্ঘদিন পিত্রালয়ে অবস্হানকে কেন্দ্র করে সাহেরা বেগমের সাথে আব্দুস সালামের বিবাদের জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে মেয়ে বিষপান করে,এ খবর মা জানতে পেরে তিনিও বিষপান করেন।

টের পেয়ে বাড়ির লোকজন ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে মা ও মেয়ে দুজনেই মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন,লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।