ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে ধীরগতি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচলে ধীরগতি

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।

মহাসড়কে চার লেনের কাজ চলছে। সেই সঙ্গে রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত আট কিলোমিটার সড়কে বড় বড় গর্ত থাকায় তিনদিন ধরে ধীরে ধীরে যানবাহন চলাচল করছে।

তার ওপর সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত গাড়ির চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মহাসড়ক চার লেনে উন্নীত করণের কাজ চলার কারণে অনেক সময় ধীরগতিতে যান চলাচল করে। পুলিশ যানজট নিরসনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।