ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মুন্সীগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ: বেতন বৈষম্য নিরসণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট মুন্সীগঞ্জ শাখা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তরা প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরের ধাপের প্রশিক্ষকপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ এবং বেতন বৈষম্য নিরসণে এক দফা দাবি বাস্তবায়ন করার কথা জানান।

 

বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট মুন্সীগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন, শিক্ষক সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সহকারী শিক্ষক জাকির হোসেন, মনসুর আলম টিপু, মো. আওলাদ হাসন, আব্দুল ওহাব মণ্ডল, মো. সামসুদ্দোহা, অধীর চদ্র দত্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।