ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এমপি মোস্তফার মরদেহে প্রধানমন্ত্রী-স্পিকারের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমপি মোস্তফার মরদেহে প্রধানমন্ত্রী-স্পিকারের শ্রদ্ধা মোস্তফা আহমেদের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী-এমপিরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সদ্য প্রয়াত সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার  (১৯ ডিসেম্বর) সকালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে উপ-নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ (৬৬) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

এমপি গোলাম মোস্তফা আহমেদের জানাজায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অন্য সংসদ সদস্য, প্রধান হুইপ আ স ম ফিরোজ, অন্য হুইপ, আওয়ামী লীগ সংসদীয় দলের সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, হুইপরা। এছাড়াও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন শ্রদ্ধা জানান।

সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে বিরোধীদলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর ও সংসদ সদস্য ফখরুল ইমাম মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
 
এর আগে মোস্তফা আহমেদের রাজনৈতিক সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে তার একমাত্র পুত্র মেহেদী মোস্তফা মাসুম তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।