ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশপ্রেম জাগাতে মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ জরুরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
দেশপ্রেম জাগাতে মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ জরুরি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মৃত্যুভয় উপেক্ষা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মাত্র নয় মাসে দেশটা স্বাধীন করেছেন। মুক্তিযোদ্ধাদের বীরত্ব কথা নতুন প্রজন্মকে জানাতে ও দেশপ্রেম জাগ্রত করতে তাদের কবর সংরক্ষণ করা জরুরি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে মাঠে ভাটিয়াপাড়া মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, এ সরকার মুক্তিযোদ্ধাদের মঙ্গল চিন্তা করে।

আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে, আগামীতে আরো বৃদ্ধি করা হবে।
 
বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে ফারুক খান বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা ক্ষমতায় থাকলে দেশের কী অবস্থা হয় তা আপনারা জানেন। তারা বাংলাদেশকে বিশ্বের কাছে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা (মুক্তিযুদ্ধ বিরোধীরা) যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছিলো। কারণ তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের সরকার ছিল।

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার আজিজুর রহমান মুন্সি, জুলফিকার আলী জুয়েল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান প্রমুখ।

এর আগে মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ভাটিয়াপাড়া স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধারা। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।