ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীও শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
রাজশাহীও শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে চাকরি মেলা-২০১৭ উদ্বোধন করছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীও শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে। শুধু শিক্ষা ও রেশম নগরী হিসেবে পরিচিতি থাকবে না। ভবিষ্যতে রাজশাহীও শিল্পনগরী হিসেবে পরিচিতি পাবে। তিন দিক থেকে উন্নয়ন হবে। এটা সম্ভব। যদি তা বাস্তবায়ন হয়, তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে বিশেষ অর্থনৈতিক জোন হবে রাজশাহী।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে চাকরি মেলা-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।  

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এ মেলার আয়োজন করে।

তিনি বলেন, রাজশাহী শিল্পনগরী হতে হলে রপ্তানিমুখী হতে হবে। তখন আমরা পাশের দেশ ভারত, নেপাল, ভুটান ও পরবর্তীতে সারাবিশ্বে রপ্তানি করতে পারবো।  

বাদশা বলেন, কৃষিতে অনেক পরিবর্তন হয়েছে। কৃষি এখন যান্ত্রিকীকরণ হচ্ছে। শ্রম এখন কৃষি থেকে কমে যাচ্ছে। আর সেই শ্রমিকরা ঢাকায় গিয়ে রিকশা চালাচ্ছেন ও নিম্নমানের কর্মসংস্থানে যোগ দিচ্ছেন। সরকার যদি উত্তরবঙ্গেও ৫ শতাংশ প্রণোদনা দেয় তাহলে ঢাকার অনেক শিল্প রাজশাহীতে চলে আসবে।

রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মাহবুব রশীদ তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন- ওয়াংসি আকাফুজি লিমিটেড রাজশাহী বিভাগের অপারেটিভ কেনজি সুচি, জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা চেয়ারম্যান মর্জিনা পারভীন, আইডিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী।

এর আগে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে সম্মাননা ক্রেস্ট দেন রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহবুব রশীদ তালুকদার।  

পরে পায়রা ও বেলুন উড়িয়ে চাকরি মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।