ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পের নারীদের নিরাপত্তায় সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রোহিঙ্গা ক্যাম্পের নারীদের নিরাপত্তায় সুপারিশ বাংলাদেশ উইমেন্স হিউম্যানিটেরিয়ান প্লাটফর্মের সংবাদ সম্মেলন/ ছবি: সুমন শেখ

ঢাকা: রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী নারী ও কিশোরীদের শারীরিক ও মানসিকসহ সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে ‘বাংলাদেশ উইমেন্স হিউম্যানিটেরিয়ান প্লাটফর্ম’ মানবিক সহায়তার আবেদন করেছে।

রোহিঙ্গা শিবির পরিদর্শন করে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে কিছু সুপারিশ তুলে ধরেন সংগঠনটির নেত্রীরা।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়েশা ফাউন্ডেশনের মমতাজ খাতুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা সুলতানা কামাল।

লিখিত বক্তৃতায় আয়েশা খাতুন বলেন, মিয়ানমারে নির্যাতনের কারণে প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৮০ ভাগই নারী ও শিশু। গত ৮ থেকে ১০ ডিসেম্বর ‘বাংলাদেশ উইমেনস হিউম্যানিটেরিয়ান প্লাটফর্ম’ উখিয়ার বালুখালী-১ ও ২ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। তারা রোহিঙ্গা ও স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে কথা বলে। এরপর মানবিক সহায়তা প্রদানকারী বিভিন্ন সংস্থা এবং সরকারের সাথে আলোচনার প্রেক্ষিতে কিছু সুপারিশ পেশ করেন।  

সুপারিশগুলো হলো- আশ্রয় শিবিরে অবস্থানরত একটি বড় অংশ নারী হলেও তাদের তত্ত্বাবধানের জন্য দায়িত্বপ্রাপ্ত মাঝিগণ হলো পুরুষ। তাই নারী মাঝি তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, পয়ঃনিষ্কাশন, শিশুর খাদ্য, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জরুরি ভিত্তিতে সচেতনতামূলক কার্যক্রমক হাতে নেওয়া প্রয়োজন। ঝুঁকিপূর্ণ রোগসমূহ প্রতিরোধে পর্যাপ্ত টিকা সরবরাহসহ টিকাদান কর্মসূচি জোরদারকরণ। আশ্রয়শিবিরে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। সঠিক দূরত্ব ও প্রবেশগম্যতা বিবেচনায় নারীবান্ধব সেবাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা। মনোসামাজিক পরামর্শ প্রদানের কার্যক্রমের ওপর যথাযথ গুরুত্ব আরোপ করা। ত্রাণকাজে অধিক সংখ্যক নারীকর্মী অন্তর্ভুক্ত করা। জরুরি পরিস্থিতিতে মানবসক্ষমতা উন্নয়নে জীবন দক্ষতামূলক কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।