ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় শীতজনিত রোগের প্রকোপ, আক্রান্ত শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
মাগুরায় শীতজনিত রোগের প্রকোপ, আক্রান্ত শিশুরা মাগুরায় শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, আক্রান্ত শিশুরা

মাগুরা: শীতের প্রকোপে দেশে ডায়রিয়া ও কলেরাসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে। এর ধারবাহিকতায় এবার শীতের শুরুতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সরেজমিনে দেখে যায়, মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগের সংখ্যা মাত্র ১০টি। শীতের শুরু থেকে প্রতিদিন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ২ থেকে ৩ শতাধিক শিশু হাসাপাতালে চিকিৎসা নিতে আসছে।

সিটের সংখ্য কম হওয়ায় প্রতি সিটে দুই শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অন্য ওয়ার্ড ও মেঝেতে রেখে শিশু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

পারনান্দুয়ালী থেকে চিকিৎসা নিতে আসা রোগী সুমি খাতুন (৩৫) বাংলানিউজকে বলেন, হাসপাতালে জানালার গ্লাস ভাঙা, দরজা-জানালার ছিটকানি না থাকায় অসুস্থ বাচ্চাকে নিয়ে রাত খুব কষ্ট করে পার করতে হচ্ছে। এতে করে শিশু আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া হাসপাতালের বাথরুম পরিস্কার না থাকায় খুব কষ্ট করে এখান থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

মাগুরায় শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, আক্রান্ত শিশুরা

মাগুরা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক জয়ন্ত কুণ্ড বাংলানিউজকে বলেন, এখানে চিকিৎসা খুবই ভাল। আমাদের হাসপাতাল অনেক পরিস্কার এটি নিয়ে আমরা গর্ব করতে পারি। তবে শিশু বিভাগে আসন সংখ্যা কম হওয়ায় চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে।

মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, আমাদের হাসপাতালের শিশু রোগীদের জন্য আসন সংখ্যা ১০টি। এরফলে শিশুদের চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে। অচিরেই ২৫০ শয্যা চালু হবে, তখন আর কোনো সমস্যা হবে না।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।