ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজু (২৪) নামের ওই যুবক ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো বলে জানিয়েছে পুলিশ। সে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জনি মিয়ার (পালক) ছেলে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর মরা খালপাড় এলাকার শ্মশান ঘাটের ভিতরে অবস্থিত একটি বট গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ ময়নাদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদের ভিত্তিতে শ্মশানের ঘাটের ভিতরে মন্দিরের পাশে একটি বট গাছে ঝুলন্ত অবস্থায় রাজুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কারণে  বটগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।

তিনি আরও জানান, গত ১৮ বছর আগে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকা হতে রাজুকে কুড়িয়ে পায় জনি মিয়া। এরপর হতে রাজুকে লালন পালন করে বড় করেছেন তিনি। বড় হওয়ার পর রাজু অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় রাজু।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।