ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডামুড্যায় শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ডামুড্যায় শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শরীয়তপুর: পারিবারিক কলহের জের ধরে শরীয়তপুরের ডামুড্যায় নিজের শরীরে আগুন লাগিয়ে সেফালী আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আত্মাহত্যার চেষ্টা করেন।

সেফালী উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ভয়রা গজারিয়া গ্রামের সেকুল সরদারের স্ত্রী।
 
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মাহত্যার চেষ্টা করেন সেফালী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২২ ডিসেম্বর) ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।