ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেপালি ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
নেপালি ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর নেপালি ছাত্রী বিনিশা/ফাইল ছবি

ঢাকা: ঢাকার পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী নেপালি নাগরিক বিনিশা শাহের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) শামীম হোসেন ওই ছাত্রীর মরদেহ তার ভাই নারায়ণজা শাহের কাছে হস্তান্তর করেন।

এসআই জানান, মরদেহ নিয়ে তার ভাই সরাসরি বিমানবন্দর হয়ে নেপাল চলে যাবেন।



১৯ ডিসেম্বর দুপুরে ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল রুম থেকে বিনিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটানায় ভাটারা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।