ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা: রেলমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা: রেলমন্ত্রী ক্র্যাবের বা‌র্ষিক সাধারণ সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেকে সাংবা‌দিকবান্ধব উল্লেখ করে রেলমন্ত্রী মু‌জিবুল হক বলেছেন, সাংবা‌দিকদের জন্য আমার দরজা সবসময় খোলা। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ ও বিষয়া‌দি জানা যায়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউ‌নি‌টির (ক্র্যাব) বা‌র্ষিক সাধারণ সভায় তি‌নি অভিব্যক্তি প্রকাশ করেন।

মু‌জিবুল হক বলেন, সমাজের জন্য এমন কিছু করে যাওয়া মঙ্গল, যা মানুষ অনেক দিন মনে রাখে।

এতে পৃথিবী থেকে চলে গেলেও পরকালে শান্তি মেলে।  

দেশে‌র কল্যাণে সাংবা‌দিকদের ভূ‌মিকা উল্লেখ করে বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে প্রথমে সংবাদপত্রে চোখ বু‌লিয়ে নেই। দেশের খবরাখবর জানতে পা‌রি। এ সংবাদ সংগ্রহে অসামান্য প‌রিশ্রম করেন সাংবা‌দিকরা।

ছাত্রাবস্থা থেকেই সাংবা‌দিকদের সঙ্গে নিজের সুসম্পর্ক উল্লেখ করে তি‌নি বলেন, এখনও সাংবা‌দিকদের সঙ্গে আ‌মি মি‌শি। তাদের জন্য আমার মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা থাকে।

ক্রাইম রিপোর্টারদের সংগঠন ক্র্যাবের ক্লিন ইমেজ রয়েছে উল্লেখ করে তি‌নি বলেন, এ সংগঠন সাংবা‌দিকদের পেশাগত কাজে সহযো‌গিতা করছে। এর ক্লিন ইমে‌জ রয়েছে।

সভায় রেলমন্ত্রী বিশেষ রিপোর্টিংয়ের জন্য পাঁচজনকে পুরস্কার ও ক্র্যাব রিপোর্টারদের নিয়ে আয়োজিত খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৯ জন রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন।

সভায় আরও বক্তব্য দেন ক্র্যাবের সভাপ‌তি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সহ সভাপ‌তি সা‌ব্বির মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।