সোমবার (০১ জানুয়ারি) বেলা সোয়া ১২টার পর অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ বর্মন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তেজতুরি এলাকার রেলওয়ে বস্তির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।
এদিকে, দুলালী বেগম নামে এক বস্তিবাসী জানান, বস্তির বাসিন্দা বাসিরুন বেগমের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর আগে, বেলা সোয়া ১২টার পর ফার্মগেটের তেজতুরি এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসআইজে/আরআইএস/জেডএস