ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
মাগুরায় ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

মাগুরা: মাগুরায় একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ জানুয়ারি) মাগুরা পলিটেকনিকের বিট থেকে সেঞ্চুরি পরিবহনে তল্লাশি  চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন-তেঁতুলবাড়িয়ার তিন রাস্তা পাড়ার মৃত খালেক হোসেনের ছেলে বিলাল হোসেন ও একই এলাকার তোফাজেল হোসেনের ছেলে আলী হোসেন।

মাগুরা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পলিটেকনিক এলাকা থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ বিলাল হোসেন ও আলী হোসেনকে আটক করা হয়। তারা সেঞ্চুরি পরিবহনে করে ঢাকা যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালানো হয়। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় বহন করা ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।