তার সফরের সময়সূচি নির্ধারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
এর আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ৫ সেপ্টেম্বর ঢাকা আসেন।
পৌনে ১২ ঘণ্টার ওই সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাননি ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী। তবে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতেই ঢাকা এসেছিলেন তিনি। ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা এসেছিলেন মিয়ানমার হয়ে।
বাংলাদেশ সফরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে দেখার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে গত বছর লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে ওই অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছেন। যাদের প্রায় সকলেই আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
কেজেড/এমজেএফ