এ ঘটনায় আটক হয়েছে ৫ জন। এতে পণ্ড হয়ে যায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও শোভাযাত্রা।
সোমবার (১ জানুয়ারি) দুপুর ২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। আসতে থাকে মিছিল। এসময় প্রশাসনের লোকজন এসে মঞ্চ ভাঙচুর করে।
এ ঘটনায় দলের ১৫ নেতাকর্মী আহত হয়।
এ ব্যাপারে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা বিএনপি।
পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, শর্তভঙ্গ করে ছাত্রদল রাস্তায় বেড়িকেড দিয়ে মিছিল বের করার চেষ্টা করে। নাশকতাসহ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়। তবে মঞ্চ ভাঙচুর বা সভা পণ্ড করার বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ