সোমবার (০১ জানুয়ারি) রাতে সদর উপজেলার মালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পিংকি খাতুন শহরের হোটেল ব্যবসায়ী সুটকুর মেয়ে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাদের ধারণা তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তবে ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন ধর্ষণের বিষয়টি অস্বীকার করে বাংলানিউজকে জানান, পিংকিকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এসময় পিংকি প্রতিরোধের চেষ্টা করেন। এ কারণে তার শরীরের বিভিন্নস্থানে অস্ত্রের আঘাত লেগেছে।
তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোনো কিছু বলতে পারেননি ওসি।
স্থানীয়রা আরও জানায়, রুবেল নামে এক ছেলের সঙ্গে পিংকির বিয়ে হয়েছিলো। প্রায় চার মাস আগে পিংকি তার স্বামীকে তালাক দেন। এ হত্যাকাণ্ডের পর থেকে রুবেল পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমবিএইচ/টিএ