ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খালের উপর জাহাজ বিল্ডিং, ভাঙার নির্দেশ মেয়রের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
খালের উপর জাহাজ বিল্ডিং, ভাঙার নির্দেশ মেয়রের উন্নয়নকাজ পরিদর্শন করছেন মেয়র-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেটে খালের ওপর নির্মিত জাহাজ বিল্ডিং ভাঙার নির্দেশ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।  

মঙ্গলবার (২ জানুয়ারি) নগরের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বারখলা এলাকার রত্মারখাল ও জৈন্তারখালের উপর নির্মিতব্য কালভার্ট ও গার্ডওয়ালের উদ্বোধন শেষে খালের দু’পাশ দখল করে নির্মিত জাহাজ বিল্ডিং ভাঙার নির্দেশ দেন মেয়র।

এসময় স্থানীয় ওয়ার্ডবাসী মেয়রের কাছে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার কথা তুলে ধরেন।

এলাকার বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে ওই এলাকার মধ্য দিয়ে নতুন একটি ড্রেন খননের উদ্যোগ নিতে তাৎক্ষণিক সিসিক কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র।  

এসময় ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামছুল হক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।