ভুক্তভোগীরা তার বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য ও পাথরঘাটা থানায় গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ করেছেন।
জাফর উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামের মৃত রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী সুমন, আসমা, আব্দুল জলিল, আবুল বাসার, সাজেদা, হাজেরাসহ অনেকেই জানান, দুই বছর আগে বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে পরিবার প্রতি তিন হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত প্রায় ছয় লাখ টাকা নেন জাফর। কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ না পেয়ে বাধ্য হয়ে স্থানীয় সংসদ সদস্য ও পাথরঘাটা থানায় জাফরের বিরুদ্ধে গণস্বাক্ষর দিয়ে অভিযোগ করেছেন তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জাফরকে ধরলে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।
এছাড়া জাফরের বিরুদ্ধে এলাকার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বলেন, বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া অভিযুক্ত জাফরকে সম্প্রতি আটক করার পর তিনি ছয় লাখের কথা অস্বীকার করলেও মিটার প্রতি এক হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। পরে তিনি দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মকবুল আলম বলেন, বিদ্যুৎ দেয়ার কথা বলে কেউ টাকা নিয়েছে কী না আমার জানা নেই। যদি কেউ টাকা নিয়ে থাকে তবে তাকে আমাদের হাতে ধরিয়ে দিন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/এসআই