ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে পুলিশকে মারধরের অভিযোগে মামলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সাভারে পুলিশকে মারধরের অভিযোগে মামলা ছবি:প্রতীকী

সাভার,ঢাকা: সাভারে দুই পুলিশ কনস্টেবলকে দায়িত্বরত অবস্থায় মারধর ও সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি ) রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

পুলিশ জানায়, সোমবার (০১ জানুয়ারি ) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাইমুল ও আল-ইমরান দায়িত্ব পালন করছিলেন।

এ সময় ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল সরানোর নির্দেশ দিলে কয়েকজন মাছ বিক্রেতা পুলিশের কাজে বাধা দেয়। এক পর্যায়ে মাছ বিক্রেতা বিপুল হোসেন ও অজ্ঞাতপরিচয় ৫/৭ জন   পুলিশ কনস্টেবলদের উপর চড়া হয়ে মারধর করেন।  

এ সময়  এসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হলে  তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে তারা। পরে খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত  পুলিশ  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে  জড়িত মাছ ব্যবসায়ী বিপুল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে । অন্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।