ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে স্বর্ণের দোকানে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
বরিশালে স্বর্ণের দোকানে চুরি বরিশালে স্বর্ণের দোকানে চুরি

বরিশাল: বরিশাল নগরের নতুনবাজার এলাকায় শরীফ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকানে থাকা ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান ওই দোকানের মালিক মাহাবুব শরীফ।

তিনি বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান তালাবদ্ধ করে দিয়ে যান।

এরপর সকালে দোকান খুলে দেখতে পান দোকানে কোনো স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়ালও ভাঙা।

দোকান মালিকে ধারণা পাশের সিয়াম ট্রেডার্স নামে হলুদ-মরিচের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণের দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। লুটপাটের সময় দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়।

সিয়াম এন্টারপ্রাইজের মালিক জগলু বাংলানিউজকে জানান, তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকালে খবর পেয়ে দোকানে এসে দেখেন দোকানের সাটারের তালা ভাঙা। তবে তার দোকানের কিছুই খোয়া যায়নি।  

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি ট্রাক ওই দোকানের সামনে আড়াআড়িভাবে রাখা ছিলো। যে কারণে কিছুই বোঝা যায়নি। ওই মার্কেটের অল্প কিছু দূরেই রয়েছে পুলিশ ফাঁড়ি। তারা কিছু বুঝতে পারেননি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, মালিকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছেন।  

লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।