ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদেশি সহায়তা ছাড়াই 'সংলাপ' হওয়া ভালো 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
বিদেশি সহায়তা ছাড়াই 'সংলাপ' হওয়া ভালো  বক্তব্য রাখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট/ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের মধ্যে সংলাপ হওয়াটাই ভালো। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট একথা বলেন।

ঢাকা থেকে বিদায় নিচ্ছেন মার্শা বার্নিকাট।

বিদায় নেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশে অবস্থানকালে নানা অভিজ্ঞতা তুলে ধরেন বার্নিকাট।  

এসময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। এক প্রশ্নের উত্তরে মার্শা বার্নিকাট বলেন, রাজনৈতিক সংলাপ শুধু একটি দল বা কোনো নেতার ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। এটা সামগ্রিকভাবে দেখতে হবে। আর বিদেশি সহায়তা ছাড়া সংলাপ নিজেদের মধ্যে হওয়াটা ভালো।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বার্নিকাট বলেন, বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।  
সেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে বলেও আশা করেন তিনি।
 
এই কূটনীতিক জানান, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তবে এই আইন সংশোধনের সুযোগও আছে বলে মন্তব্য করেন তিনি।  

এর আগে মার্শা বার্নিকাট মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী বৈঠক করেন।  

২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন বার্নিকাট। তিনি ড্যান মজিনার পদে স্থলাভিষিক্ত হন। বার্নিকাট বিদায় নেওয়ার পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন রবার্ট আর্ল মিলার।  

বাংলাদশে সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।