ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্যাতনকারীদের ভোট না দেওয়ার আহ্বান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
নির্যাতনকারীদের ভোট না দেওয়ার আহ্বান  কর্মশালা

বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্ব, সুরক্ষা এবং নিরাপত্তা’ বিষয়ে বরিশালে বিভাগীয় কর্মশালা ও আলোচনা সভায় নির্যাতনকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে’র আয়োজনে কর্মশালাটি নগরের খেয়ালী গ্রুপ থিয়েটার হলরুমে অনুষ্ঠিত হয়।

সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট, ইউকে সভাপতি পুষ্পিতা গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল।

 

সভায় বক্তারা আগামী নির্বাচনের আগে সহিংসতা বন্ধে জেলায় জেলায় মনিটরিং সেল গঠন ও নির্যাতনকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানান।  

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় সেক্যুলার চেতনা থাকলেও বর্তমানে সেক্যুলার চেতনার বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মধ্যে বিভক্ত, এর ফলে সাম্প্রদায়িক চেতনা মাথাচাড়া দিয়ে উঠছে।  

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আহসান উল্লাহ, অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জাতীয় সংসদের আদিবাসী বিষয়ক ককাসের সদস্য জান্নাতুল ফেরদৌসি, মহিউদ্দিন আহম্মেদ বীর প্রতীক, মিন্টু কুমার কর, সাংবাদিক স্বপন খন্দকার, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দ সমদ্দার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এমএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।