ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে ৫৬ মহিষ আমদানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বেনাপোল বন্দরে ৫৬ মহিষ আমদানি আমদানি করা মহিষ

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে ৫৬টি মহিষ আমদানি করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে ভারতের পেট্রোপোল স্থলবন্দর দিয়ে এসব মহিষ বেনাপোল বন্দরে প্রবেশ করে।  

আমদানি হওয়া মহিষ দেখতে বেনাপোল বন্দরে ভিড় করেন উৎসুক জনতা।

 

বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা রশিদ জানান, এ মহিষগুলোর আমদানি মূল্য ৪৬ হাজার ৫৮ মার্কিন ডলার। জেন্টাক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান মহিষের আমদানিকারক। আমদানি হওয়া মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেওয়ার জন্য হট লাইন কার্গো ইন্টারন্যাশনাল নামে সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করে।

আমদানিকারক জেন্টাক ইন্টারন্যাশনালের অফিস সহকারী তরিকুল ইসলাম জানান, মহিষগুলো ভারতের হরিয়ানা প্রদেশ থেকে কেনা হয়েছে। বাংলাদেশের মিল্কভিটাকে এসব মহিষ সরবরাহ করা হবে। দেশে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা ও কৃষি খামারে প্রজননের জন্য এসব মহিষ কাজে লাগানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এজেডএইচ/এপি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।