ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে মজিদ ডাকাতের নাতিসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সিলেটে মজিদ ডাকাতের নাতিসহ আটক ২ .

সিলেট: সিলেটে আলোচিত মজিদ ডাকাতের নাতিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) নগরের পূর্ব শাপলাবাগ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- নগরের পূর্ব শাপলাবাগ এলাকার আনা মিয়ার ছেলে ও আলোচিত মজিদ ডাকাতের নাতি সাব্বির আহমদ সাহান (২১) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ পাইলগাওয়ের আব্দুল কাইয়ুমের ছেলে  দেলোয়ার হোসেন (১৮)।


 
সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, আটক সাব্বির উপ শহর ছাত্রলীগ কর্মী হুসাইন আল জাহেদ খুনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির জানায়, তার দাদা মজিদ ডাকাতের রেখে যাওয়া পাঁচ রাউণ্ড গুলি তার কাছে ছিল। এর মধ্যে দু’টি হারিয়ে গেছে। ওই গুলির সঙ্গে ব্যবহৃত অরিজিন্যাল পিস্তলটির সন্ধানে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি আখতার।
 
উল্লেখ্য, সিলেটের আলোচিত নাম মজিদ ডাকাত। তার এক ছেলে আনু ডাকাত ও জামাতা জমসেদ ডাকাত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। মজিদ ডাকাতের মেয়ে জ্যোৎসাকে মাদকসহ একাধিকবার আটক করেছে র‌্যাব।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।