ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে আগুনে পুড়লো ৪ দোকান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বরিশালে আগুনে পুড়লো ৪ দোকান আগুনে ৪ দোকান পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে দু’টি খাবার হোটেলসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি ঝিনুক মটরসসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৩০) অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশনের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, খাবার হোটেল মদিনার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির হিসেব করা সম্ভব হয়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবাগত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।