ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
আশুলিয়ায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মানববন্ধন মানববন্ধন কর্মসূচি

ঢাকা (সাভার): জায়গা দখলের অভিযোগে আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়ার বাইশমাইল-নলাম শাখা সড়কের ঘোড়াপীড় মাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে খেজুরটেক ও নলাম এলাকার মানুষজনও যোগ দেন।  

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগে আশুলিয়া থানায় পাঁচটি মামলা করেছেন কয়েকজন।

একই সঙ্গে অভিযোগকারীরা গণস্বাস্থ্য কেন্দ্রে হোস্টেলে হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে।  

মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিক নাছির উদ্দিন, মোহাম্মদ আলী ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।