ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ‘কর্মবিরতি’তে শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
মৌলভীবাজারে ‘কর্মবিরতি’তে শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজার: পরিবহন শ্রমিকদের ‘কর্মবিরতি’ চলাকালে মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স আটকের কারণে সংকটাপন্ন নবজাতকের মৃত্যু ও দেশব্যাপী শ্রমিকদের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

ছাত্রনেতা সুবিনয় রায় শুভর সভাপতিত্বে ও পিনাক দেবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক শ ই সরকার জবলু, সাধারণ শিক্ষার্থী স্বপন দেবনাথ, আবিদ আহমদ প্রতীক, তারিন আক্তার, ফাহিম আহমদ মনীষ দত্ত, সুমন কান্তি দাস, প্রমুখ।

বক্তারা বলেন, হরতাল-ধর্মঘট কিংবা অবরোধসহ সব কর্মসূচিতে অ্যাম্বুলেন্স আওতাবহির্ভূত হওয়ার পরও বিগত দিনের কর্মসূচিতে শ্রমিকরা অ্যাম্বুলেন্স ও বিয়ের গাড়ি আটকিয়ে রাখে। সংকটাপন্ন নবজাতকবাহী অ্যাম্বুলেন্সটি আটকিয়ে রাখার কারণে সাত দিনের শিশুর মৃত্যু হয়েছে। ছাত্রীর গায়ে আলকাতরা দিয়েছে। ব্যক্তিগত গাড়ির চালকদের মারধর ও মুখে কালি দেওয়া হয়েছে। দেশব্যাপী তারা এসব নৈরাজ্য চালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাতে কোনো ব্যবস্থা নেয়নি। এটি জাতির জন্য এটা উদ্বেগজনক ব্যাপার।  

ওই নবজাতক হত্যার বিচার করতে হবে। পরিবহন শ্রমিক নেতারা তার দায় এড়াতে পারেন না। তাদের উস্কে দেওয়া কর্মসূচিতে এসব নৈরাজ্য হয়েছে।  

এসময় বক্তারা ওই আন্দোলনের ইন্ধন দেওয়ার দায়ে শ্রমিক নেতা ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।