ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যৌতুক না পেয়ে শ্বাসরোধে গৃহবধূ হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
যৌতুক না পেয়ে শ্বাসরোধে গৃহবধূ হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে খাদিজা আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার লালমাটিয়া এলাকা থেকে খাদিজার মরদেহটি উদ্ধার করে পুলিশ। আর এ ঘটনার পর থেকে তার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

ওই গৃহবধূ ময়মনসিংহের টঙ্গী থানার মদিনাপাড়া এলাকার হান্নানের মেয়ে।

খাদিজার বোন রুমা আক্তার বাংলানিউজকে বলেন, সাত বছর আগে লালমাটিয়া এলাকার আমির উদ্দিনের ছেলে সিরাজের সঙ্গে খাদিজার বিয়ে হয়। পরে গত কয়েক মাস ধরে সিরাজ ফাতেমা বেগম নামে অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। এরপর থেকে সিরাজ ও তার বাড়ি লোকজন খাদিজাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।

তিনি আরও বলেন, যৌতুকের জন্য সিরাজ খাদিজাকে অমানুষিক নির্যাতন করতেন। এ নির্যাতন সহ্য করতে না পেরে খাদিজা বাবার বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু দুইদিন আগে আবার স্বামীর বাড়ি গেলে তাকে বুধবার সকালে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর খাদিজার পাঁচ বছরের সন্তান জুঁইকে নিয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, খাদিজার স্বামী সিরাজ এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে থানায়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম বাংলানিউজকে  বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।