ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছিনতাইকারীর হাতে প্রাণ যায় অটোরিকশাচালক রাশেদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
ছিনতাইকারীর হাতে প্রাণ যায় অটোরিকশাচালক রাশেদের হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: গন্তব্যে যাওয়ার কথা বলে যাত্রীবেশে দুই ছিনতাইকারী অটোরিকশায় উঠে বসেন। নির্ধারিত স্থানে গিয়ে ছুরির মুখে অটোরিকশাচালক রাশেদের কাছ থেকে টাকা ও মোবাইল কেড়ে নেয় ছিনতাইকারীরা। এরপর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক রাশেদ বাধা দেন, আর এ কারণেই রাশেদকে খুন করেন দুই ছিনতাইকারী।

শুক্রবার (২ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর খিলগাঁওয়ের তিতাস রোড ও ছোট বটতলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে সবুজবাগ থানা পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন- জাহিদ হাসান অপু (২৫) ও সোলায়মান (১৮)।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, অভিযুক্ত জাহিদ ও সোলায়মান পেশাদার ছিনতাইকারী। তারা ৩০ অক্টোবর রাতে নন্দিপাড়া ব্রিজ থেকে রাশেদকে মানিকদিয়া কাঠের পুলে যাওয়ার জন্য ঠিক করেন। রাশেদকে নিয়ে মানিকদিয়া কাঠেরপুল যাওয়ার পর সেখানে মাটির ট্রাক এবং লোক সমাগম থাকায় তারা কৌশল করে রিকশার গতিপথ পরিবর্তন করেন। এরপর তারা আনুমানিক রাত দেড়টা থেকে ২টার মধ্যে বেগুনবাড়ি এলাকায় গিয়ে পৌঁছান। এলাকাটা নির্জন হওয়ায় রাশেদের গলায় ধারালো ছোরা ধরে জাহিদ এবং কি আছে দিতে বলেন। চালক রাশেদ তার পকেটের ৪৩০ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়ে দেন।

তবে তারা এতে রাজি না হয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চান। রাশেদ রিকশাটি দিতে রাজি না হলে তাদের সঙ্গে রাশেদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে জাহিদ রাশেদের গলায় ছোরা চালিয়ে তাকে জবাই করেন। রাশেদ তখন জাহিদকে ঝাপটিয়ে ধরলে জাহিদ উপর্যুপরি ধারালো ছোরা দিয়ে বুকের নিচে আঘাত করে রাশেদের মৃত্যু নিশ্চিত করেন। এরপর ছোরাটি পাশের জলাশয়ে ফেলে অটোরিকশাটি নিয়ে সোলায়মান ও জাহিদ পালিয়ে যান।

এর আগে গত ৩১ অক্টোবর সকালে সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকায় রাশেদের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদের গলাকাটা রক্তাক্ত মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় সবুজবাগ থানায় অজ্ঞাতনামা অভিযুক্তদের নামে একটি মামলা করা হয়।

আসামিদের গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছোরাটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।