ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ নারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
ঈশ্বরদীতে ফেনসিডিলসহ নারী আটক ফেনসিডিলসহ আটক জোসনা বেগম। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনার ঈশ্বরদীত উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে ফেনসিডিলসহ জোসনা বেগম (৪৫) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে পাকশী হাইওয়ে পুলিশ।

শনিবার (৩ নভেম্বর) দুপুরের দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। জোসনা ঈশ্বরদী পৌর এলাকার দরিনারিচা মহল্লার রেলগেট সুইপার কলোনির মৃত রিন্টুর স্ত্রী।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ৪০ বোতল ফেনসিডিলসহ ওই নারী মাদকবিক্রেতাকে আটক করা হয়। বিকেলে তাকে ঈশ্বরদী থানায় পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে রোববার (৪ নভেম্বর) আদালতের মাধ্যমে ওই নারীকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।