ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সব মানুষই উন্নত জীবন যাপন করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
সব মানুষই উন্নত জীবন যাপন করবে উঠান বৈঠক। ছবি: বাংলানিউজ

নীলফামারী: রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, সব মানুষই উন্নত জীবন যাপন করবে। কেউ অবহেলিত থাকবে না। এ লক্ষ্যে বর্তমান সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন হওয়ায় আলোকিত করেছে মানুষের জীবনকে। আজ শহর ও গ্রামের মধ্যে কোনো পার্থক্য নেই।

শনিবার (০৩ নভেম্বর) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খোদ্দ বোতলাগাড়ী আশ্রয়ন প্রকল্প মাঠ চত্বরে বৈশাপাড়া গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের প্রতিটি মানুষ পর্যায়ক্রমে ঋণ সুবিধা পাবে।

এ অর্থ দিয়ে নিজের জীবনের পরিবর্তন ঘটান। এজন্য সরকার আপনাকে সার্বিক সহযোগিতা করবে। বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে এ প্রকল্প। এতে পিছিয়ে পড়া নাগরিকরা সচ্ছল হচ্ছেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুর আলম, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন ভুঈয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।