ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
যশোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত খাদে পড়া ট্রাক থেকে চালক ও হেলপারকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

যশোর: যশোরের মণিরামপুরে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শামছুর (৩০) নামে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকটির চালক বিল্লাল হোসেন।

শনিবার (০৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক সড়কের মণিরামপুর উপজেলার বেগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুর মণিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত রাজ্জাক মল্লিকের ছেলে।

এছাড়াও আহত বিল্লাল একই উপজেলার কামালপুর গ্রামের রহমত আলির ছেলে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে যশোরগামী একটি ভূষি বোঝাই ট্রাক বেগারীতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।  

এ সময় ট্রাকের মধ্যে চালক বিল্লাল ও হেলপার শামছুর আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হেলপার শামছুরকে মৃত ঘোষণা করেন এবং চালক বিল্লালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।