ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালকিনিতে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
কালকিনিতে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে মেলার স্টল বরাদ্দ নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত আবিদ হোসেন মামুন নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (৪ নভেম্বর) ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

কালকিনি থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কালকিনির কুন্ডু বাড়ির মেলার স্টল বরাদ্দ নিয়ে দু’পক্ষের মধ্য সংঘর্ষ হয়।

এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হন আবিদ হোসেন মামুনসহ দু’জন। রাতে আহতদের মধ্যে মামুনকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান। নিহত আবিদ কালকিনির দক্ষিণ গোপালপুর গ্রামের আবদুল খালেক মাতুব্বরের ছেলে।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।