ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিয়োগপত্রের দাবিতে আল্টিমেটাম, পরিবহন ধর্মঘটের হুমকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
নিয়োগপত্রের দাবিতে আল্টিমেটাম, পরিবহন ধর্মঘটের হুমকি কার্যকরী কমিটির সভায় বক্তব্য রাখছেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। ছবি: বাংলানিউজ

রংপুর: মালিকপক্ষ থেকে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র আগামী ২০ নভেম্বরের মধ্যে  দেওয়ার দাবি জানিয়েছেন রংপুর জেলা মোটর শ্রমিক নেতারা। অন্যথায় আগামী ২১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা। 

রোববার (৪ নভেম্বর) দুপুরে নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালে নিজস্ব কার্যালয়ে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।

তিনি বাংলানিউজকে বলেন, পরিবহন শ্রমিক ভাইদের ৪০ বছরের দাবি নিয়োগপত্র দেওয়া। এ বিষয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগপত্র দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করলেও মালিকপক্ষ বিভিন্নভাবে টালবাহানা করে সময় ক্ষেপণ করছেন। বিভিন্ন সময়ে আমরা দাবি জানালেও এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আমাদের কার্যকরী কমিটির সভায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ২১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করবো।  

কার্যকরী কমিটির সভায় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এম এ মজিদ, সহ-সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, আসাদুজ্জামান বাবু,  কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আজাদূর রহমান মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।