ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাফ নদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
নাফ নদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল বিজিবি-বিজিপির যৌথ টহল। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: মাদক, নারী ও শিশু এবং মানব পাচার প্রতিরোধে টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) যৌথ টহল দিয়েছে।

রোববার (৪ নভেম্বর) সকালে নাফ নদীতে বিজিবি-বিজিপি পাঁচটি স্পিডবোট নিয়ে টহল দেয়।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বাংলানিউজকে জানান, হোয়াইক্যং বিওপির সুবেদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল দু’টি স্পিডবোট এবং প্রতিপক্ষ দুই নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনস্থ কুরশুঁহ (গাইগুন) ক্যাম্পের নেতৃত্বে ১৪ সদস্যের একটি টহল দল তিনটি স্পিডবোটে করে নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করে।

 

টহলে মাদক পাচার বিশেষ করে ইয়াবা, নারী ও শিশু এবং মানব পাচার প্রতিরোধের ক্ষেত্রে উভয় দেশের সর্বাত্মক সহযোগিতা দেওয়াসহ সীমান্তে সংগঠিত যেকোনো বিষয়ে বিওপি/ক্যাম্প/ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করা হয়।  

গত মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২৯টি যৌথ টহল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।