ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদকবিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
মানিকগঞ্জে মাদকবিক্রেতার কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে হাবিবুর রহমান হাবিজ (৪১) নামে এক মাদকবিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। হাবিজ সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ইয়াবা ও হেরোইন বিক্রির সঙ্গে জড়িত হাবিজ। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে বান্দুটিয়া এলাকার নিজ বাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।