ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
নেত্রকোনায় হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আল আমিন নামে এক যুবককে হত্যা মামলায় এনামুল ও খায়রুল নামে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। 

পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

দণ্ডপ্রাপ্ত দুই ভাই পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইফতেখার উদ্দিন মোহাম্মদ মাসুদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৪ সালের এপ্রিল মাসের শেষ দিকে একটি মোবাইল ফোনের মালিকানা নেওয়াকে কেন্দ্র করে পূর্বধলার আল আমিন ও দণ্ডপ্রাপ্ত এনামুলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এই বিরোধকে কেন্দ্র করে একই বছরের পহেলা মে, এনামুলদের সশস্ত্র হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে মারা যান আল আমিন। তিনি উপজেলার খলিশাউড় ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল জব্বার ফকিরের ছেলে।

আল আমিনের মৃত্যুর ঘটনায় তার বাবা জব্বার ফকির পূর্বধলা থানায় একটি মামলা করেন। এতে এনামুলের পাশাপাশি তার আরো দুই ভাই খায়রুল ও রেজাউলসহ পাঁচজনকে আসামি করা হয়।

এদিকে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি, তদন্ত শেষ করে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আদালত দীর্ঘ শুনানির পর ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে দুই ভাইকে সাজা দেন। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দণ্ডপ্রাপ্তদের অপর ভাই রেজাউলকে বেকসুর খালাস দেন আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।